পশ্চিমবঙ্গে জাতীয় স্বাস্থ্য মিশনে Group C এবং Group D পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে ! মাসিক বেতন 22,০০০ Recruitment under 15th finance Commission (Block Data Manager)
আধুনিক সময়ে বেহাল অর্থনীতির চাপের কারণে চাকরির বাজারের অবস্থা মোটেও ভালো নেই । যে কোনো কাজ চুক্তি হোক অথবা স্থায়ী চাকরিপদের যে কোনো একটা হলেই হল। এই সময়ে সরকারি যে কোনও নিয়োগের বিজ্ঞাপন যে বেকার ছেলে মেয়ের কাছে একটি আনন্দের খবর তা বলাই যেতে পারে। আবার চাকরি প্রার্থীদের জন্য সুখবর।
প্রতিমাসে একটা মোটা অঙ্কের বেতন দিয়ে জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে কর্মী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার । সম্প্রতি এই মর্মে সংশ্লিষ্ট জেলার স্বাস্থ্য ও পরিবার জন কল্যান দফতর মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা হবে তা জেলাভিত্তিক হিসাবে করা হবে।
আবেদনকারী প্রার্থীকে অবশ্যই নিজের জেলার বাসিন্দা হতে হবে। এবার তাহলে আসুন এই বিষয়ে নিয়ে আলোচনা করা যাক এবং কি ভাবে আবেদনের করা যাবে যাবতীয় তথ্য । প্রকাশিত বিজ্ঞাপন নম্বর ও তারিখ- DHFWS/DPMU/1498 তারিখ - 01/08/2022
প্রথমেই আগে জেনে নেওয়া যাক যে এই ফ্রম টি কিভাবে আবেদন করতে হবে
1. এই ফ্রম টি আপনাদের কে অফ লাইনে এর মাধ্যমে আবেদন করতে পারবেন ।
2. প্রথমে নিদিষ্ট জেলার সরকারি ওয়েব সাইটে গিয়ে আবেদন ফর্ম টি কে ডাউন লোড করে তারপর সেই ফ্রম টি কে প্রিন্ট করে নিতে হবে।
৩.এরপর আবেদন ফর্মের টি কে খুব ভালো করে পূরণ করে পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট স্থানে বসিয়ে, তার পরে আবেদন কারীর নিজের সই করে আবেদন পত্র টিকে নিদিষ্ট দফতরে পাঠাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে।
নির্দিষ্ট পদের ক্ষেত্রে আগামী আগস্ট মাসের ১২ তারিখ অর্থাৎ 12/08/2022 তারিখের এর মধ্যে আবেদন পত্র টি পাঠাতে তে হবে।
আবেদন ফী-
উল্লেখিত পদে জন্য আবেদনের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য ৫০ টাকা আবেদন ফী নির্দিষ্ট দফতরের পাঠাতে হবে।
এবার জেনে নেওয়া যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে
আবেদন ফর্ম গুলি শর্ট লিস্টিং বা প্রাথমিক বাছাই করে আবেদনকারীকে প্রথমে ডাকা হবে কম্পিউটারে টাইপিং টেস্টের জন্য। এরপর যোগ্য প্রার্থীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং সবার শেষে পারসোনালিটি টেস্টের জন্য ডাকা হবে ।
সবার শেষে আবেদনকারীর জমা করা নথি গুলো ভালো ভাবে দেখা হবে তার পরে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে আবেদন কারীর হাতে ।
আবেদনকারী প্রার্থীকে আবেদন পত্রের সঙ্গে নিম্ন লিখিত ডকুমেন্টস বা নথির প্রত্যয়িত নকল সেলফ অ্যাটেস্টেড সহ নির্দিষ্ট দফতরে পাঠাতে হবে।
যেমন :
1. আঁধার কার্ড,
2. ভোটার কার্ড,,
3. শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র ,
4. অভিজ্ঞতার সংশাপত্র,
5. বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
পদের নাম- ব্লক ডাটা ম্যানেজার (Block Data manager)
সর্বমোট শূন্য পদ- ১ টি
প্রতি মাসে বেতন- 22,000 টাকা
কাজের বর্ণনা - এ ক্ষেত্রে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের তত্বাবধানে কাজ করতে হবে।
বয়স- উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদকারীর বয়স ০১-০১-২০২২ -র হিসাবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ।
0 comments:
Post a Comment